শিক্ষাঙ্গণসকল সংবাদ

চবিতে শাটল ট্রেনের ধাক্কায় রক্তাক্ত শিশুকে হাসপাতালে নিয়ে গেল ছাত্রলীগ নেতারা

চবিতে শাটল ট্রেনের ধাক্কায় রক্তাক্ত শিশুকে হাসপাতালে নিয়ে গেল ছাত্রলীগ নেতারা
চবিতে শাটল ট্রেনের ধাক্কায় রক্তাক্ত শিশুকে হাসপাতালে নিয়ে গেল ছাত্রলীগ নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চবিতে শাটল ট্রেনের ধাক্কায় এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে এ ঘটনা ঘটে। এসময় শিশুটির কপাল ও পায়ে আঘাত পান। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা শিশুটিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে যান।

উদ্ধারকারী ছাত্রলীগ নেতা ফুরকানুল আলম বলেন, দুর্ঘটনার সময় আমি ওখানে ছিলাম। আমি আমার দায়িত্ববোধ থেকে তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে গিয়েছি। আমি না হয়ে অন্য কেউ হলেও একই কাজ করত।

উদ্ধারকারী ছাত্রলীগ নেতা আমিরুল হক চৌধুরী বলেন, শিশুটির নাম মো. ফয়সাল।তার বয়স নয় বছর।সে ষোলশহরে থাকে।ছেলেটি শাটলের ছাদ থেকে নামার সময় আঘাত পায়। রক্তাক্ত শিশুটিকে দেখে আমি আমার দায়িত্ববোধ থেকে তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে গিয়েছি। আমার জায়গায় অন্য কোন ছাত্রলীগ কর্মী হলে একই কাজ করত।

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসক টিপু সুলতান বলেন, ‘শাটল থেকে পড়ে গিয়ে আহত একজন শিশুকে আমরা চিকিৎসা দিয়েছি। সে কপালে ও পায়ে আঘাত পেয়েছিল। শিশুটির কপালে একটি এবং পায়ে দুটি সেলাই লেগেছে। আমরা চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি।’

bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ