শিক্ষাঙ্গণসকল সংবাদ

খুবি’তে ১০ তলা ‘জয় বাংলা ভবন’ নির্মাণের চুক্তি স্বাক্ষরিত…

খুবি'তে ১০ তলা ‘জয় বাংলা ভবন’ নির্মাণের চুক্তি স্বাক্ষরিত...
খুবি’তে ১০ তলা ‘জয় বাংলা ভবন’ নির্মাণের চুক্তি স্বাক্ষরিত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) তে ৬২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ‘জয় বাংলা ভবন’ নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

অপর দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিপত্র হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে চতুর্থ এই একাডেমিক ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানান। এই ভবনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা ভবন’।

দশ তলা এই চতুর্থ একাডেমিক ভবন নির্মাণ ব্যয় চুক্তি মূল্যে ৬২ কোটি ৭৮ লাখ টাকা। ৩৬ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই ভবনটির নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার অভাব বহুলাংশে পূরণ হবে এবং নতুন ডিসিপ্লিনও খোলার সুযোগ হবে বলে আশা করা যাচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, ভারপ্রাপ্ত পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলী, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ