কবিতা ও সাহিত্যসকল সংবাদ

দেবতা নই!
মিনহাজুল ইসলাম ইমন

দেবতা নই!
মিনহাজুল ইসলাম ইমন

দেবতা নই!
মিনহাজুল ইসলাম ইমন

শকুনতলার অপেক্ষায় দুপুর গড়ায়,
বিষন্নতায় রাত পোহায়।
বসে আছি নিরালায়,
হয়তো আসবে কোন দেবী অবেলায়।

আমি দেবতা হয়ে সিজদাহ্ নিবো এমনটা নই,
মন মন্দিরে পূজো নিবো,
সোয়া, চন্দন,গোলাপ জলে;
এমনটা তো মন্দ নই।

দেবী!
আমি কোন দেবতা নই।

ডেকো!
সারা দিবো বেলা অবেলায়।
তুমি দেবী,তুমি ক্ষমতাসীন,তুমি নারী;
তোমার বেঁধে রাখার শক্তি নিদারুণ শক্ত।
তোমার কি সহস!
তুমি পুরুষের চালিকা শক্তি।

নারী!
পুরুষের দারুণ অভিনয়ে তুমি দেবী।

এই মহামঞ্চে পুরুষের নাম আক্ষরিক খুদাই করা;
প্রেরণার শক্তি, পিছনে লুকিয়া আছে খবর রাখে কারা?

মঞ্চে দাঁড়িয়ে কবি কবিতা বলে যান,
কবিতা লিখার পিছনে নারীর অবদান কত জনে বলে যান?
শাহজান নিজেকে পরিচিত করতে,
সাজিয়েছেন মমতাজের সমাধি,
কৃতিত্ব গেয়ে গেলো তার,
নারী তুমি সেই কৃতিত্বের পিছনে লুকিয়ে থাকা ঘুমন্ত পরী।

কত উপমা দিয়ে বুঝায় তুমি দেবী,
তারপরও হিংস্র সমাজে কেন নিয়ে আসো সাম্যবাদী দাবী।
তোমার স্থান তো আকাশচুম্বী,

নারী! পুরুষ দেবতা হতে আসেনি,
পুরুষের দারুণ অভিনয়ে তুমিই দেবী।

লেখকঃ
মিনহাজুল ইসলাম ইমন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষের শিক্ষার্থী
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ