মোদি’র বাংলাদেশ সফরের বিরোধিতায় সিলেটে বিক্ষোভ
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী “শ্রী নরেন্দ্র মোদি”র বাংলাদেশ সফরের বিরোধিতা করে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল হয়। ওই বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় পুলিশ ৭ জনকে আটক করে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাম গণতান্ত্রিক জোট সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে বিক্ষোভ মিছিল শুরু করে। বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মোদি বিরোধী স্লোগান দিতে থাকে, তখনই পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
নেতাকর্মীরা জানান, বিক্ষোভকারীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। মিছিলে অংশ নেওয়া তরুণীদেরও নির্মমভাবে লাঠিপেটা করা হয়। মিছিল থেকে দুই তরুণীসহ বাম গণতান্ত্রিক জোটের ৭ জনকে আটক করেছে পুলিশ।
সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ বলেন, বিক্ষোভের চেষ্টাকালে পুলিশ ৭ জনকে আটক করেছে।
আটকদের মধ্যে দুই তরুণী রয়েছেন বলে জানান তিনি।
bay of bengal news /বে অব বেঙ্গল নিউজ