শিক্ষাঙ্গণ

সিলেটে বন্যাদুর্গতদের জন্য ইউ এস টি সি মেডিকেল ছাত্রলীগের
“জরুরী ঔষধ সাহায্য”প্রদান

সিলেটে বন্যাদুর্গতদের জন্য ইউ এস টি সি মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে জরুরি ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

সিলেটে বন্যাদুর্গতদের জন্য ইউ এস টি সি মেডিকেল ছাত্রলীগের<br>"জরুরী ঔষধ সাহায্য"প্রদান

এ সময় উপস্থিত ছিলেন ইউ এস টি সি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ এর সংগঠক ডাঃ আবরার জাহিন চৌধুরী, ডাঃ নকীব সিকদার নিশান,ডাঃ আদিত্য দাশ,ডাঃ ওমর ফারুক, ডাঃ শাহ তারিফ মোহাম্মদ তীর্থ।

এ ব্যাপারে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সংগঠক ডাঃ আবরার জাহিন চৌধুরী বলেন,”সিলেটে বন্যা দুর্গতদের সহায়তার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ভাই এর নির্দেশে, বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত ভাই এর দিক নির্দেশনায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহ সভাপতি ডাঃ মঞ্জুর মোর্শেদ অসীম ভাই এর সহযোগিতায় – জরুরী প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করি। এ কার্যক্রমকে সফল করার জন্য ধন্যবাদ জানাই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর কার্যনির্বাহী সদস্য ইফতেখার হোসাইন শায়ান ভাই ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সংগঠক ডাঃ কুমার রাজর্ষি দাশ দাদাকে।

মানবিক এই উদ্যোগে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই ইউ এস টি সি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ এর কর্মীদের। এ কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন শাখা ছাত্রলীগ কর্মী সৈয়দ সাদাত নূর ইতু, ডাঃ শাজাহান ইমরান, মারুফ হাসান পুলক, ডাঃ মিনহাজ সরওয়ার সাব্বির, ডাঃ প্রান্ত বড়ুয়া, ডাঃ মিন্টু দাশ অনির্বাণ, ডাঃ শরীফুল হাসান রুবেল, ডাঃ মোঃ রিদুয়ান, ডাঃ মিজবাহ হাবীব উল্লাহ, ডাঃ জুবায়দুল হক ইমন, ডাঃ আরাফাত আব্দুল্লাহ নূর, হামিদ আজাদ, মাহীর ইসলাম সীমান্ত, মোহাম্মদ নুরুল ইসলাম, ইমন মহাজন ইমু, মোহাম্মদ ইসকানদার সহ প্রমুখ”

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ