শিক্ষাঙ্গণচট্টগ্রামসকল সংবাদসারাদেশ

চবি’র বন্ধ হলে ভোর রাতে অভিযানে পাওয়া গেল ২৩ শিক্ষার্থী

চবি'র বন্ধ হলে ভোর রাতে অভিযানে পাওয়া গেল ২৩ শিক্ষার্থী
চবি’র বন্ধ হলে ভোর রাতে অভিযানে পাওয়া গেল ২৩ শিক্ষার্থী
করোনায় বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে অভিযান চালিয়ে ২৩ শিক্ষার্থীর আইডি কার্ড জব্দ করা হয়েছে। জানা যায়, দীর্ঘদিন থেকে তারা অনুমতি ব্যতীত অবৈধভাবে অবস্থান করে আসছিলো।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পুলিশকে সাথে নিয়ে ৫টি হলে এই অভিযান পরিচালনা করে। এ সময় ছাত্রদেরকে নিজস্ব আইডি কার্ডের জন্য প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলা হয়, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মালামাল নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে বাড়ি ফেরত যাওয়ার আদেশ দেওয়া হয়।


অভিযান চালানো চারটি আবাসিক হল হলো- শাহজালাল হল, শাহ্ আমানত হল, স্যার এএফ রহমান হল, আলাওল হল।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া সংবাদ মাধ্যমে বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন হলে অবস্থানরত ২৩ জনের আইডি কার্ড জব্দ করে প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলা হয়।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ