রাজশাহীতে প্রশিক্ষণ প্লেন আলুক্ষেতে আছড়ে পড়েছে
রাজশাহীর তানোরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রশিক্ষণ প্লেন আলুক্ষেতে আছড়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে প্রশিক্ষণের উদ্দেশে আকাশে উড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ প্লেনটি রানওয়ে থেকে ১৭ কি.মি. দূরে এক আলুক্ষেতে আছড়ে পড়ে।

এদিকে, এই ঘটনায় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী অক্ষত রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রশিক্ষণ প্লেনটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির।
প্রাইভেট পাইলট লাইসেন্স ট্রেনিং চলাকালীন প্রশিক্ষণ প্লেনটি এই দূর্ঘটনার শিকার হয়।
রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন জানান, এ ঘটনার খবর মাত্র পেয়েছি। তাই এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।
উল্লেখ্য, এ বছরের ৯ জানুয়ারি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে একটি প্রশিক্ষণ প্লেন দুর্ঘটনার কবলে পড়েছিল। বিকেল ৩ টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটেছিল।
Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ