চাকরি থেকে অবসরের পরও উপাচার্যের দায়িত্বে থাকছেন প্রফেসর ড. শিরীণ আখতার

চাকরি থেকে অবসরের পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকছেন প্রফেসর ড. শিরীণ আখতার।
আজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক দাপ্তরিক আদেশে উপ-সচিব নূর-ই-আলম এর সাক্ষরিত এক বিজ্ঞতিতে জানানো হয়,
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদন ক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শিরীন আখতার-কে নিয়মিত চাকরির বর্ষপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯.০৪.২০২১ খৃষ্টাব্দ তারিখ পূর্বাহ্নে তার মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রত্যাবর্তন পূর্বক একই দিন অপরাহ্নে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি এবং ভাইস চ্যান্সেলর ড. শিরীন আখতার এর অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ কে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হলো।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৩রা নভেম্বর প্রফেসর ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ১৮তম ভাইস চ্যান্সেলর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ১ম মহিলা উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছিলেন।