কবিতা ও সাহিত্যসকল সংবাদ

“জাতির পিতা”
তাসমিয়া মেহেরুন উজমা

জাতির পিতা
তাসমিয়া মেহেরুন উজমা
জাতির পিতা
তাসমিয়া মেহেরুন উজমা
জাতির পিতা
তাসমিয়া মেহেরুন উজমা

শোনো জনগণ, শোনো জ্ঞানী আর শোন যত দেশবাসী,
এই বাংলার সবুজে বইছে ছোট্ট খোকার হাসি ।

চেনে পল্লী, চেনে সবুজ আর চেনে বাউলের সুর,
কোনো এক বাংলার ইতিহাসে লেখা রক্তাক্ত একাত্তর ।

তুমি কি চেনো সেই ছোট্ট খোকারে, যার হৃদয়ের মাঝে,
বঙ্গভুমির উৎকন্ঠায় ভরা মমতা লুকিয়ে আছে ।

যারি হাতে প্রথম উঠেছিল এক স্বপ্নিল রং তুলি,
এঁকেছিল কবে স্বাধীনতার ঐ জয় বাংলার ছবি ।

তুমি কি চেনো সেই কবিরে শত জনসমুদ্রর মাঝে,
রেসকোর্সের ভাষণে প্রেরণার কথা, যে কবিতায় লিখে গেছে ।

তুমি কি চেনো সেই প্রেমিকেরে, ভালোবাসা ভরা ডাকে,
রক্তাক্ত হৃদয়ে সিক্ত হয়েছে বাংলার পথ ঘাটে ।

খোকা ছুটেছে,লড়েছে,ভেঙেছে যত অন্যায় অবিচার,
সোনার বাংলা বজ্রকন্ঠে ভেঙে পরাধীনতার দ্বার ।

কত অন্ধকার রাত কেটেছে নির্ঘুম কারাগারে,
মায়ের স্নেহময় মমতা ডেকেছে, খোকা তবু ফেরেনি তো কভু ঘরে ।

নও শুধু তুমি শুধুই শিল্পী, নও শুধু কবি কবিতার,
তুমি হলে সেই শ্রেষ্ঠ গৌরব লাল সবুজ পতাকার ।

ভালোবাসি আমি বঙ্গবন্ধু , ভালোবাসি বাংলার গান,
ভালোবাসি তোমায় জাতির পিতা,শেখ মুজিবুর রহমান ।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news