কবিতা ও সাহিত্য

“আয়না”
তাসমিয়া মেহেরুন উজমা

“আয়না”
লেখিকাঃ তাসমিয়া মেহেরুন উজমা

দিনটা বিশেষ কিছু বলে মনে হচ্ছেনা ঈর্ষার,
চোখে মুখে চিন্তার ছোপ।
নীলকে দেখে ব্ক্র ভ্রুজোড়া সমান্তরাল হলো, ঠোঁটে দাঁত কাঁমড়ে সামঞ্জস্যতা দিল তাতে,,
হাতটা ধরে নিল ক্ষমাসূচক ভঙ্গিতে নীল।
ঈর্ষা প্রশ্নসূচক চেহারা বুঝেও যেন আপাতত সায় দিলনা তাতে…

ঈর্ষার হাতে রঙিন একটা ভারী খাম গুজলো নীল ।
কিছু বলার সুযোগ না বুঝে,
নীল বলতে লাগলো,
দেখো আমি আসলে একজনকে অনেকদিন থেকেই কিছু বলতে চাচ্ছিলাম
কিন্তু…. ক্ষানিকটা ভূমিকা দিয়েই কথাটা বলতে লগলো,,
জানিনা তুমি কি ভাব্বা, আমি আসলে একটা মেয়েকে খুব ভালোবাসি
বেশ কিছুদিন থেকে,,
সরি, তোমাকে আগে বলতে পারিনি,
-কিন্তু???
-লেট মি ফিনিশ ইশু…
-হুম,,, হঠাৎ থমকে গেল ঈর্ষা
-মেয়েটাকে তুমিও চিনো, মেয়েটার সাথে অনেকবার পরিচিত করাবো ভাবছিলাম,
যাক আজ সময় হলো…
ঈর্ষার দৃষ্টি ঝাপসা হচ্ছিলো খানিকটা,,
এতটা বছর গেল ভালোবাসার নীলকে কখনো এমনটা ভাবেনি তো ঈর্ষা…
-রাগচাপা স্বরে বলতে লাগলো কই দেখি মেয়েটার ছবি???
-দেখাবো বলেই তো ডাকলাম আজ
আগে হাতের জিনিসটা খোলো???
-না, আগে ছবি দেখাও,

আয়না - তাসমিয়া মেহেরুন উজমা
আয়না – তাসমিয়া মেহেরুন উজমা

আহা দেখাবো পরে আগে খামটা খোলো..
-না..
-প্লিজ…
তাচ্ছিল্যজনক ভঙ্গিতে কর্তব্য পালনের আশায় খামটা খুললো ঈর্ষা
-হুম এবার ছবি দেখাও মেয়েটার???
-তোমার হাতেই তো ছবি..
-কই???
এটাতো আয়না
-কেনো ওখানে কি কোনো ছবি দেখা যাচ্ছেনা???
অভিমানী চোখের জল নিমিষেই ভালোবাসার জলে বেয়ে পড়লো অনুমতিহীনভাবে সেই আয়নায়…

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news