শুলকবহর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোর্শেদ আলমের দশটাকায় শীতকালীন সবজি, এ যেন রূপকথার গল্প
চট্টগ্রামঃ দশ টাকায় শীতকালীন সবজি, এ যেন রূপকথার গল্প। এমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ৮নং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মোরশেদ আলম।
নিম্ন আয়ের শ্রমজীবী ও সাধারন মানুষের জন্য প্রতি বছরের ন্যায় এবারও ভর্তুকি মূল্যে কেজি প্রতি ১০টাকা দরে শীতকালীন সবজি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ ওয়ার্ডের বাদুরতলা আরকান হাউজিং সোসাইটি সম্মুখে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম। দীর্ঘ ৩বছর ধরে চলা এই কর্মসূচীতে এবার ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, বেগুন এই পাঁচ রকমের সবজির সমারোহ নিয়ে মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, শুলকবহর ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, বাদুরতলাস্থ খাজা গরীবেনেওয়াজ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, আরকান হাউজিং সোসাইটির মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে।
প্রসঙ্গত মোরশেদ আলম ২০১৫ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। পাঁচ বছরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে এলাকাবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন বলে তার বিশ্বাস। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি নৌকা প্রতীকে সরকার দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।