চট্টগ্রামে ধর্মীয় উগ্রবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল

চট্টগ্রামে ধর্মীয় উগ্রবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল

চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে ধর্মীয় উগ্রবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ। 

চট্টগ্রামে ধর্মীয় উগ্রবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল
চট্টগ্রামে ধর্মীয় উগ্রবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আজ শনিবার সকাল ১০ ঘটিকায় সংগঠনের নেতা কর্মীরা দলে দলে লালদিঘীতে (চট্টগ্রাম জেলা পরিষদের সামনে) জড়ো হতে থাকেন। সেখানেই তারা সমাবেশের আয়োজন করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সকপাদক নোমান আল মাহমুদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশ পরিচালিত হয়। 

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদার, নগর যুবলীগের সদস্য ও সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,  সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক, লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন,  নগর যুবলীগ নেতা জাবেদুল আলম সুমন, নগর যুবলীগের সদস্য মো. ফারুক চৌধুরী, হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, চট্টগ্রাম।মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জহির উদ্দীন বাবর, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দীন বাবর, যুব সংগঠক ওয়াহিদুল আলম শিমুল।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, এই চট্টগ্রাম সূর্যসেনের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম। এই চট্টগ্রামে কোন সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই। যেখানেই মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে দাঁড়াবে, সেখানেই আমরা চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা চট্টগ্রামের বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা এখনো রাজপথে আছি।

এছাড়া উপস্থিত ছিলেন, সিটি কলেজের সাবেক ভিপি আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি মিথুন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, মঈনুর রহমান, উপ-আইন বিষয়ক সম্পাদক মুনীর চৌধুরী, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক রাশেদ চৌধুরী, উপ- অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আলী মাসুদ, ছাত্র বিষয়ক উপ-সম্পাদক হুমায়ন কবির আজাদ, সহ-সম্পাদক অরভিন সাকিব ইভান;  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আবু তোরাব পরশ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক রকিবুল হাসান দিনার, সাবেক সদস্য সাঈদুল ইসলাম সাঈদ।

পরে নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত সমাবেশ উগ্রবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে রুপান্তরিত হয়, মিছিলটি লালদিঘী মোড় হতে টেরিবাজার রোড় হয়ে আন্দরকিল্লা প্রদক্ষিণ করে, জামালখান (চট্টগ্রাম প্রেসক্লাব) এর সামনে এসে শেষ হয়।

বে অব বেঙ্গল নিউজ / চট্টগ্রাম / বি বি এন / bay of bengal news / BBN