রাঙ্গুনিয়ায় ডক্টর হাছান মাহমুদ ছাত্র স্কোয়াড নামে নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

রাঙ্গুনিয়ায় ডক্টর হাছান মাহমুদ ছাত্র স্কোয়াড নামে নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার ১০নং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব গোলাম কবির তালুকদার, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর এবং বাংলাদেশ মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এরশাদ মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির ছাত্র রাইসুল ইসলাম মুন্নাকে সভাপতি ও সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ছাত্র ওবায়দুল হক জাহেদ কে সাধারণ সম্পাদক করে ডক্টর হাছান মাহমুদ ছাত্র স্কোয়াডের ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এরশাদ মাহমুদ বলেন, এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই ছাত্র এবং ভদ্র। আমি আশা করি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ রাঙ্গুনিয়ায় মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রশংসনীয় ভূমিকা রাখবে।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি রাইসুল ইসলাম মুন্না বে অব বেঙ্গল নিউজকে জানান, তথ্যমন্ত্রীর রাজনৈতিক কার্যক্রমের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের “ডক্টর হাছান মাহমুদ ছাত্র স্কোয়াড” সর্বদা কাজ করে যাবে। এছাড়াও ছাত্র স্কোয়াডের কার্যক্রম রাঙ্গুনিয়া উপজেলা ব্যাপীও প্রসারিত করার কথা জানান তিনি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news