যুদ্ধবিরতি লঙ্ঘন আজারবাইজান-আর্মেনিয়ার পাল্টাপাল্টি অভিযোগ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিরোধপূর্ণ অঞ্চলে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। এর আগে রাশিয়ার মধ্যস্থতায় শনিবার দুপুর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তবে কিছুক্ষণ পরেই আজারবাইজানের সেনাদের বিরুদ্ধে কামান দাগার অভিযোগ আনে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আর এদিকে আজারবাইজানের দাবি যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে হামলা চালায় আর্মেনিয়া সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুদ্ধবিরতি কার্যকরের পর নাগানো কারামাগ অঞ্চলে প্রধান শহরে গোলাগুলি ও সাইরেনের শব্দ শোনা গেছে।
গতকাল মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে টানা দশ ঘণ্টা বৈঠক শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news / আন্তর্জাতিক খবর