খুন হওয়া ইডেন কলেজের সাবেক অধ্যক্ষের মামলার রায়
ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ঢাকা এলিফেন্ট রোডের সাবেক বাসিন্দা খুন হওয়া মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার আসামী তার সেই সময়কার গৃহপরিচারিকা স্বপ্না ও রেশমার মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আদালত। আজ ৪ই অক্টোবর রবিবার দুপুরে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এর আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয় দুই গৃহপরিচারিকাকে। রায়ে বলা হয়, হত্যার দায়ে দুই আসামিকে সর্বোচ্চ সাজার আদেশ দেওয়ার পাশাপাশি চুরির জন্য তাদের দুজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে রায়ে। তবে ফাঁসির রায় কার্যকর হয়ে গেলে চুরির জন্য সাত বছরের কারাদণ্ড আর প্রযোজ্য হবে না।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলাটিতে মোট ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর মাননীয় বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।
২০১৯ সালের ২১ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে উল্লেখ ছিল, মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে। মাহফুজা চৌধুরী পারভীনের বাসায় থাকা ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি করতে মাহফুজা চৌধুরী পারভীনকে নাক মুখে ওড়না পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে আসামিরা হত্যা করে।
এরপর গৃহকর্মী রিতা আক্তার/স্বপনা ও রুমা/রেশমা এবং দুই গৃহকর্মীর যোগানদাতা রুনুকে গ্রেপ্তার করেন এবং এরপর রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে স্বপনা ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।
বে অব বেঙ্গল নিউজ / ঢাকা / এলিফেন্ট রোড / ডব্লিউ বি বি ও