সামাজিক সংগঠন ভিবিডি চট্টগ্রামে রাস্তা মেরামত

চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের পূর্বপাড় থেকে বোয়ালখালীগামী প্রায় ৫০০গজ রাস্তা গর্ত হয়ে দীর্ঘদিন ধরে গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে আছে।
স্থানীয়দের ভাষ্যমতে এ রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে ৩/৪হাজার গাড়ি অর্থাৎ প্রায় ২০হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ইতিপূর্বে অনেকেই এখানে দূর্ঘটনার শিকার হয়েছে।
উল্লেখ্য, রাস্তাটি কর্তৃপক্ষ বারবার সংস্কার করলেও বৃষ্টির পানি জমে তা কিছুদিন পরপরই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবার তারা বলছে বর্ষার মৌসুম পুরোপুরি চলে গেলেই এর সংস্কার করা হবে।

তাই বর্ষার বাকি মৌসুমে মানুষের যেনো চলাচলে বিঘ্ন না ঘটে, তার জন্য নাগরিক সচেতনতা থেকে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম জেলা এই রাস্তাটি সংস্কারের উদ্দেশ্যে “যাত্রা হোক নিরাপদ” নামে প্রজেক্ট হাতে নেয় এবং ‘মার্সেই ইয়ুনিভার্স’ নামে একটি সামাজিক সংগঠন তাদের সাথে সহযোগী হিসেবে ছিলো।

এদিন স্বেচ্ছাসেবীরা কংক্রিট ও বালির সংমিশ্রণ করে রাস্তার গর্তগুলো ভরাট করে কিছুটা উঁচু করে রোলের প্রলেপ দিয়ে দেয়। যাতে করে এখানে পানি না জমে এবং রাস্তাটি গাড়ি চলাচলের উপযোগী হয়ে উঠে।
ভিবিডি চট্টগ্রাম জেলা প্রত্যাশা করছে কর্তৃপক্ষ রাস্তাটি আরো উঁচু করে খুব দ্রুত সংস্কার করবেন এবং এ রাস্তায় যেনো পানি না জমে সেদিকে কর্তৃপক্ষের সাথে সাথে স্থানীয় মানুষজনও খেয়াল রাখবেন।
ভিবিডি চট্টগ্রামের এ প্রজেক্টটি বাস্তবায়নে সহযোগিতা করা সকল শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী ও সহযোগী সংগঠনের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, ভিবিডি চট্টগ্রাম জেলা এই প্রকল্পটি, গতবছর একটি দুংখজনক দূর্ঘটনায় মারা যাওয়া ভিবিডি দিনাজপুর জেলার তিনজন ভলান্টিয়ারকে উৎসর্গ করেছে।
নিজস্ব প্রতিবেদক/ আরসি/ বে অব বেঙ্গল নিউজ