সকল সংবাদ

বেনাপোল সীমান্তে ৩৪৩ বোতল ফেন্সিডিন উদ্ধার…

যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৩৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। কিন্তু এসময় পাচারকারীকে ধরতে ব্যর্থ হয়েছেন তারা।

বেনাপোল সীমান্তে ৩৪৩ বোতল ফেন্সিডিন উদ্ধার...
প্রতীকী চিত্র।

শুক্রবার (১১সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গরু খাটালের পাশ থেকে এ মাদক দ্রবের চালান উদ্ধার করেছে বিজিবি।

এ ব্যাপারে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর-ই-এলাহী মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল খুলনা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা করা হবে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে স্থাপিত নাইট ভিশন ক্যামেরার তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রাতে অভিযান চালায়। এসময় পুটখালী গরু খাটাল এলাকায় পাচারকারীদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ভারতীয় ৩৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর আগে বিজিবির অভিযান বুঝতে পেরে পালিয়ে যায় পাচারকারীরা।

ওয়ইএইচ / বিবিএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *