চট্টগ্রাম

আনন্দ-উচ্ছ্বাসে গা না ভাসিয়ে, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলুন | রেজাউল

করোনাকালে বৈশ্বিক পরিস্থিতি মোটেই সুবিধাজনক অবস্থানে নেই উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, শঙ্কিত হলে বিপদ আরো বাড়বে। এ কারণে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং ধৈর্যই ধর্ম।আজ সবচেয়ে বড় প্রয়োজন স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা এবং আনন্দ-উচ্ছ্বাসে গা ভাসিয়ে না দেওয়া।
আনন্দ-উচ্ছ্বাসে গা না ভাসিয়ে, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলুন | রেজাউল
আনন্দ-উচ্ছ্বাসে গা না ভাসিয়ে, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলুন | রেজাউল
সোমবার (১০ মে) হালিশহর মুনিরনগর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে ঈদ উপহার বিতরণকালে এলাকাবাসীর উদ্দেশে মেয়র রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
মেয়র রেজাউল বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এর আওতায় দূরপাল্লার যাত্রী পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

তবুও ঈদ আনন্দ উপভোগে মানুষের ছুটে চলা থেমে নেই। তাই পদে পদে বিপদ ঘটার আশঙ্কা দেখা দিচ্ছে।

এ বিপদ ঈদ আনন্দকে শুধু ম্লান করবে না বরং বড় ধরনের বিপর্যয় ও দুর্ভোগ ডেকে আনবে। তাই প্রত্যেকের উচিত বাড়িতে গিয়ে আপনজনদের বিপদ ডেকে না আনা।  

ভারতে সংক্রমিত করোনা ভাইরাসের নতুন বিপজ্জনক ধরনটির অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। অবশ্যই তাকে প্রতিরোধ করতে হবে এবং তা করতে পারব। কারণ মহান আল্লাহর পর আমাদের একমাত্র ভরসা সাহসী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।  

মেয়র রেজাউল বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও নানাজন নানা কথা বলছেন। তারপরও বুকে হাত দিয়ে বলছি এখন পর্যন্ত কেউ না খেয়ে মরেনি। আমি প্রতিনিয়ত মানুষের কাছে ছুটে যাচ্ছি। প্রত্যেকেরই দায়িত্ব আর্তমানবতার সেবা নিয়ে পাশে দাঁড়ানো এবং এটাই সবার নৈতিক কর্তব্য।  

হালিশহর মুনির নগর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জানে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. এনামুল হক, সহ-সভাপতি এসএম নাসির উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মো. হোসেন, মোজাম্মেল হক, হাজি মঞ্জুর আলম, মোতালেব সওদাগর, মো. আলি, ইসহাক চৌধুরী, হাজি ওয়াকার উদ্দীন, মো. আলমগীর, দেবাশীষ পাল দেবু, শেখ মো. জসিম উদ্দীন, জাহেদ হোসেন, আব্দুর রহিম সুমন, হাবীব শরীফ, ওয়াহিদুজ্জামান জাহেদ, মো. রনি প্রমুখ।

দক্ষিণ আগ্রাবাদ এক্সেস রোডের একটি কমিউনিটি সেন্টারে প্রতিবন্ধীদের ঈদ উপহার বিতরণকালে মেয়র রেজাউল বলেন, ঈদ উপহার দয়া নয়, সহায়তা। আশা করি আজ যারা প্রতিবন্ধী আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করবেন।  

কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চসিক প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল ইব্রাহিম, রাহুল বড়ুয়া রাহুল, রনি মির্জা, ফরহাদ সায়েম প্রমুখ।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ