কবিতা ও সাহিত্যসকল সংবাদ

নওশাদ বিন ইব্রাহিমের “বোধ”

সরকারি কমার্স কলেজের মেধাবী ছাত্র ও উদীয়মান লেখক নওশাদ বিন ইব্রাহিমের দ্বিতীয় গল্পগ্রন্থ “বোধ”।

ছয়টি গল্পের সমন্বয়ে এই গল্পগ্রন্থে সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখকের বাস্তবধর্মী কিছু কথা যেখানে ফুটে উঠেছে সমাজের নানা প্রেক্ষাপট।
২৯মার্চ, ২০২১ইং চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বইমেলায় বইটি প্রকাশ করার কথা ছিল।

বইটি বিক্রিলব্ধ সমস্ত অর্থ সামাজিক ও মানবতার কাজে ব্যয় করা হবে।

নওশাদ বিন ইব্রাহিমের "বোধ"

ইতোমধ্যে পাঠকদের মধ্যে গল্পগ্রন্থটি ব্যাপক সারা জাগিয়েছে।

বইটি পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশনীর ঢাকা ও চট্টগ্রামের স্টলে এবং রকমারি’তে। চট্টগ্রাম স্টল নং -৮৯।

লেখকের কিছু কথা-
“বোধ” ছয়টি গল্প নিয়ে লিখিত একটি সমসাময়িক গল্পগ্রন্থ। এই বইয়ে সমাজের নিত্যদিনকার কিছু গল্প তুলে ধরা হয়েছে,যে গল্পগুলো পড়ে একজন পাঠকের মনে হবে এই গল্পের একজন চাক্ষুষ স্বাক্ষী পাঠক নিজেই।
পাঠকেরা এই গল্পগন্থে ছয় ধরনের গল্পের স্বাদ পাবেন, প্রতিটি স্বতন্ত্র গল্পই পাঠক হৃদয়ে দাগ কাটবে ও পাঠকের বিবেকবোধকে সুসংহত করবে।

একজন লেখক হিসেবে আমার বিশ্বাস, এই বইটি পাঠকের হৃদয়ে দাগ কাটবে এবং পাঠককের স্বতন্ত্র পাঠক সত্তা ও বিবেকবোধকে জাগ্রত করবে।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ