কবিতা ও সাহিত্য

“বাংলাদেশের ডাক”
গােবিন্দ মুখােপাধ্যায়

বাংলাদেশের ডাক
গােবিন্দ মুখােপাধ্যায়

বাংলাদেশের ডাক
গােবিন্দ মুখােপাধ্যায়
বাংলাদেশের ডাক
গােবিন্দ মুখােপাধ্যায়

যে নামের ডাক শােনে সারা বাংলাদেশ, আর বঙ্গোপসাগর,
দেশবাসীর প্রিয় সে যে অজেয় নির্ভীক নেতা শেখ মুজিবর।
সাড়ে সাত কোটি প্রাণ অনুগামী তার
লৌহদৃঢ় মনােবল, অটল প্রতিজ্ঞা, বুকে সাহস দুর্বার নিয়ে লেগেছে মরণপণ যুদ্ধে, চাই স্বাধীনতা সােনার বাংলার ।

বর্বর পশ্চিমী শত্রু আঁতাতদের কাছে পাওয়া বােমার পাল্লায়,
আর, কামান বিমান ট্যাঙ্ক রাইফেলের গােলায়,
লুটেরা চেঙ্গিস কিংবা তৈমুরের মতাে
নির্বিচারে গণহত্যা, নারীর ধর্ষণ, ধ্বংস লুটপাটে নিরত
বাংলার শহর গ্রাম করেছে শ্মশান, মরুময়।

নিরস্ত্র নির্ভীক মুক্তিযােদ্ধাদের রক্তে নদী বয়:
তবু তারা প্রিয় নেতা মুজিবের আদেশে উদ্দাম, শত্রুকে ঘায়েল করে দিকে দিকে প্রাণপণে চালায় সংগ্রাম গৃহস্থ ঘরের বৌ যেন লক্ষ্মীবাঈ কিংবা চাঁদ সুলতানা বীর্যবতী, রাইফেল ধরেছে হাতে, বাধা দিতে হানা।

বীর মুক্তিফৌজ জানে, সােনার বাংলায় আর নয়
কুচক্রী বিদেশিদের আধিপত্য, আনবে তারা বাঙালির জয়
যে-কোনাে মূল্যেই; দেবে তারা সংখ্যাহীন প্রাণ বলিদান;
বাংলার প্রতি ইঞ্চি মাটি, সে যে মায়ের সমান!
ভয় নেই, পাশে আছে বীর নেতা শেখ মুজিবর,
আর সাড়ে সাত কোটি বাঙালির প্রতিজ্ঞা দুর্মর।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ