সকল সংবাদআন্তর্জাতিকজাতীয়বাণিজ্য

প্রবৃদ্ধিতে এশিয়ার শীর্ষ দেশের তালিকায় থাকবে বাংলাদেশ : অর্থমন্ত্রী

প্রবৃদ্ধিতে এশিয়ার শীর্ষ দেশের তালিকায় থাকবে বাংলাদেশ : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছবিঃ সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,আমাদের রেমিট্যান্সের অবস্থা অত্যন্ত ভাল, গত দুমাসে শুধু রেমিট্যান্সেই আমাদের ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রফতানি বাণিজ্য পুনরায় আশানুরূপ অবস্থানে আসতে শুরু করেছে।
এশিয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি চীন ও ভারতে পরেই অবস্থান করছে। তাই আশা করা যায় এ অর্থবছরেও এশিয়ার মধ্যে আমাদের অবস্থান সবার উপরে থাকবে।

মঙ্গলবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত অর্থনীতির পূর্বাভাস প্রতিবেদনে বাংলাদেশের চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ বিষয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরো উল্লেখ করেন, এডিবির এ প্রাক্কলন অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি এ অঞ্চলে চীন ও ভারতে পরেই অবস্থান করছে। যেখানে কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ডের কারো অবস্থান বাংলাদেশের উপরে নয়। আশা করা যায় এ অর্থবছরেও এশিয়ার মধ্যে আমাদের অবস্থান সবার উপরে থাকবে। এডিবির পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রবৃদ্ধিতে বাংলাদেশ এশিয়ার শীর্ষ দেশের তালিকায় থাকবে। আমাদের রেমিট্যান্সের অবস্থা অত্যন্ত ভাল, গত দুমাসে শুধু রেমিট্যান্সেই আমাদের ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রফতানি বাণিজ্য পুনরায় আশানুরূপ অবস্থানে আসতে শুরু করেছে।
তাই সবকিছু মিলে আশা করা যায় চলতি ২০২০-২১ অর্থবছরের শেষ নাগাদ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ১ থেকে ৮ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে।

এইদিকে এডিবির প্রতিবেদনে বলা হয়, সুচিন্তিত সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সরকারের উদ্দীপনা ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন প্রত্যাশিত পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। এডিবি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার সাড়ে ৫ শতাংশের ঘরে থাকবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ ব্যক্ত করে বলেন,বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দেশের মানুষ মহামারির মধ্যেও মনপ্রাণ দিয়ে কাজ করেছে। তারা দেশকে ভালবেসে কর্ম স্প্রিহা দেখিয়েছে বলেই এই অর্জন আসতে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাঙালি জাতি বীরের জাতি। শত বাধা বিপত্তিকে মারিয়ে এগিয়ে চলাই এদের স্বভাব। বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবে না। করোনার মধ্যে এই অর্জনই সেটার প্রমাণ করে।

এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *