প্রেস রিলিজসকল সংবাদসারাদেশস্বাস্থ্য

করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরও ১৩১৮ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা গত ৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ১৪ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ হাজার ৩২৯ জন।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৮ জনের শরীরে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩ হাজার ৫০১ জনে পৌঁছেছে।

মঙ্গলবার ২২ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা আপডেট - বে অব বেঙ্গল নিউজ ডটকম
করোনা আপডেট – বে অব বেঙ্গল নিউজ ডটকম

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৬১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ২১ শতাংশ।

নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ