চট্টগ্রামরাজনীতিসকল সংবাদ

হামলার শিকার খোদ কাউন্সিলর প্রার্থী; ফেসবুক লাইভে বিচার দিলেন শেখ হাসিনার কাছে

হামলার শিকার খোদ কাউন্সিলর প্রার্থী; ফেসবুক লাইভে বিচার দিলেন শেখ হাসিনার কাছে
হামলার শিকার খোদ কাউন্সিলর প্রার্থী; ফেসবুক লাইভে বিচার দিলেন শেখ হাসিনার কাছে
১১ নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডে প্রতিপক্ষের হামলার শিকার খোদ কাউন্সিলর পদপ্রার্থী মোরশেদ আখতার চৌধুরী। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

২৭ তারিখ (বুধবার) বেলা এগারোটা নাগাদ এই সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো ইসমাইল ও বিদ্রোহী প্রার্থী মোরশেদ আখতারের সমর্থকেরা। এতে হাতে আঘাতপ্রাপ্ত হন মোরশেদ।

এদিক হামলার শিকার হওয়ার পর ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন মোরশেদ আখতার চৌধুরী। তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আপনারা ভোটকেন্দ্রে গেলে আপনাদের ভোট অন্যজন দিয়ে দিবে। যদি এসব কারচুপি কে প্রতিহত করতে না পারেন কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’

নির্বাচনে সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগও করেন মোরশেদ। তিনি বলেন, ‘আমার কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেছিলো নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। আমি দিতে পারি নাই। তাই আমার প্রাপ্য ভোটের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।’

আবেগতাড়িতভাবে মোরশেদ আখতার বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী আপনার কাছে বিচার দিলাম। আপনিই তো বলেছিলেন দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করবেন। সারা জীবন আমি আওয়ামী লীগ করেছি। নব্বইয়ের এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আজ আমরা কি পেলাম? আজকে বিএনপি জামাত থেকে অনুপ্রবেশকারীদের হাতে হামলার শিকার হলাম, নির্যাতিত- লাঞ্ছিত হলাম।’

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো ইসমাইলকে ভুয়া অধ্যাপক দাবি করে কিশোর গ্যাং লিডার হিসেবেও অবহিত করেন মোরশেদ। জনগণ একদিন সকল ষড়যন্ত্রের বিচার করবে বলেও জানান তিনি।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ