চট্টগ্রামরাজনীতিসকল সংবাদ

১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে সংঘর্ষ; নিহত ১

১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে সংঘর্ষ; নিহত ১
১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে সংঘর্ষ; নিহত ১
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আমবাগান এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আলাউদ্দিন।

২৭ জানুয়ারি (বুধবার) সকালে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওয়াসিম উদ্দীন ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের অনুসারীরা সংঘাতে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিদ্রোহী প্রার্থী মাহমুদের সমর্থক আলাউদ্দিন মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য আজ ২৭ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন। ভোর থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ।

নির্বাচনে ভোটারদের উপস্থিতি মাঝারি মানের হলেও সবার দৃষ্টি একাধিক কাউন্সিলর প্রার্থী’র কর্মী সমর্থকদের চলমাম সহিংস লড়াই এর দিকে। ভোর থেকেই বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকেরা ভোটকেন্দ্রের সামনে জড়ো হতে থাকে। বেশ কয়েকটি ওয়ার্ডে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি।

এদিকে ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে রাত একটার দিকে কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের অনুসারীদের হামলায় রক্তাক্ত হন বিদ্রোহী প্রার্থী এ এফ কবির মানিকের এক অনুসারী। সংঘর্ষের ঘটনা ঘটে ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে। এছাড়াও দিনব্যাপী নির্বাচনকে ঘিরে বেশ কিছু ওয়ার্ডে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ