সকল সংবাদজাতীয়

৬ মাস ধরে বেতন পাচ্ছেন না রাষ্ট্রায়ত্ত পাবনা সুগার মিলের ৭০০ শ্রমিক-কর্মচারী

গেল ছয় মাস ধরে বেতন পান না দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবনা সুগার মিলের ৭০০ শ্রমিক-কর্মচারীরা। এতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আর এদিকে আখ সরবরাহ করে দাম না পেয়ে বিপাকে পড়েছেন চাষিরা।

৬ মাস ধরে বেতন পাচ্ছেন না রাষ্ট্রায়ত্ত পাবনা সুগার মিলের ৭০০ শ্রমিক-কর্মচারী
ছবি: পাবনা সুগার মিলের মিল টারবাইন

তবে উৎপাদিত চিনি বিক্রি হলে আখের দাম পরিশোধ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাজার ১৯৯৬ সালে ৬০ একর জায়গা নিয়ে যাত্রা শুরু পাবনা সুগার মিলের। জেলার নয় উপজেলার আখ চাষীদের আগ দিয়ে এই সুগার মিলের চীন উৎপাদিত হয়। তবে গেল ছয় মাসে আখ বিক্রি করে দাম পায়নি এই মিলে আখ চাষীরা।

আবার বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন পাবনা সুগার মিলে প্রায় ৭০০ শ্রমিক-কর্মচারী। অভিযোগ আছে শ্রমিক ও কর্মচারীর বেতন মিলিয়ে ও আর চাষীদের আখের দাম মিলিয়ে প্রায় দেনা রয়েছে ১৫ কোটি টাকা এই সুগার মিলের। এক্ষেত্রে বকেয়া বেতন ও কৃষকদের আখের দাম পরিশোধ না করার অভিযোগ রয়েছে এমিলের বিরুদ্ধে।

গত মৌসুমের ২৩ কোটি টাকার চিনি এখনো মজুদ আছে, সেগুলো বিক্রি করে পানু টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, এই গত মৌসুমের চিনি যদি বিক্রি করা যেত তবে আমরা শ্রমিক ও কর্মচারীদের পাওনা পরিশোধ করতে সক্ষম হতাম।

উল্লেখ্য গত বছরও পাবনা সুগার মিল দেনা রেখে আখ দিয়ে চিনি উৎপাদন শুরু করেছিল।

ডাব্লিউ বি বি ও / বে অফ বেঙ্গল নিউজ / পাবনা

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *