সকল সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে একটি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

৮ ই অক্টোবর বৃহস্পতিবার সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।

বর্তমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর মন্ত্রণালয় আইন সংশোধনের এই উদ্যোগ নিয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

দেশে সাম্প্রতিক কয়েকটি ধর্ষণের ঘটনার পর সারাদেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি তোলার মধ্যে সরকার শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

এই বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের জন্য একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে যাচ্ছে।

“মূলত আইনের ৯(১) ধারায় এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।তিনি আরো বলেন, “এই ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করে প্রস্তাব দেওয়া হবে। ”

এছাড়া, আইনের আরও কয়েকটি স্থানেও ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ