সকল সংবাদ

কো-চেয়ার মনোনীত হলেন শেখ হাসিনা

‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ এর কো-চেয়ার মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনটি আন্তর্জাতিক বিশেষায়িত সংস্থার যৌথ প্রয়াসে এই প্লাটফর্ম তৈরী হয়েছে। বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী জীবানু প্রতিরোধ ও ভবিষ্যতে এসব রোগের ওষুধের প্রাপ্যতা নিশ্চিতে কাজ করবে এই প্লাটফর্ম।

কো-চেয়ার মনোনীত হলেন শেখ হাসিনা
চিত্রঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ছাড়াও প্লাটফর্মটি গঠনে ভূমিকা রেখেছে প্রাণীর রোগ প্রতিরোধ নিয়ে কাজ করা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ (ওআইই)।

‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ বা ওষুধের বিরুদ্ধে রোগের বিধ্বংসী হয়ে উঠা প্রতিরোধে কাজ করবে এই আন্তর্জাতিক প্লাটফর্ম।

প্লাটফর্মটিতে বিভিন্ন দেশের সরকার প্রধান ও মন্ত্রী ছাড়াও বেসরকারি পর্যায়ে দায়িত্বশীল নাগরিক প্রতিনিধিদের সংযুক্ত করা হয়েছে। এসব সদস্যরা যৌথভাবে রোগ প্রতিরোধে কার্যকরী ওষুধের প্রাপ্যতা নিশ্চিতে কাজ করবে।

এমসি / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ