স্বাস্থ্যচট্টগ্রামসকল সংবাদ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে চট্টগ্রামে মাস্ক বিতরণ ক্যাম্পেইন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে চট্টগ্রামে মাস্ক বিতরণ ক্যাম্পেইন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে চট্টগ্রামে মাস্ক বিতরণ ক্যাম্পেইন

স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে চট্টগ্রামে মাস্ক বিতরণ ক্যাম্পেইন করেছে ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (৫ ডিসেম্বর) নগরের জিইসি মোড় থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

পরে ১৯টি স্পটে প্রায় ৪ হাজার মাস্ক বিতরণ করা হয়।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে ১৯টি স্বেচ্ছাসেবক সংগঠনের ১৯০ জন স্বেচ্ছাসেবক এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে চট্টগ্রামে মাস্ক বিতরণ ক্যাম্পেইন

এ সময় বিদ্যুৎ বড়ুয়া বলেন, সবার মাস্ক পরিধান নিশ্চিত করা গেলে ৮০ ভাগ করোনা সংক্রমণ রোধ করা যাবে। আমাদের সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে শুরু হয়েছে। তাই আমাদেরকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সচেতন হতে হবে।

ক্যাম্পেইনে অংশ নেয়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হলো- সমন্বয়, অনির্বাণ ক্লাব, মোমিনবাগ ক্লাব, চাঁটগাইয়া ব্লাড ব্যাংক, মানবতা, ইয়ুথ ভয়েস, বেটার ফিউচার বাংলাদেশ, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, স্ট্যার্টআপ চট্টগ্রাম, অগ্রগাহী, সিটিজি ব্লাড ব্যাংক, মানবিক চট্টলা, স্বপ্নে অগ্রযাত্রা সোসাইটি, তৃণমূল নাট্যদল, শেখ রাসেল ডিজিটাল ল্যাব চট্টগ্রাম, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, হোম হসপিটাল, কানেক্ট দ্যা ডটস, রোটালী ক্লাব অব চিটাগাং।

” করোনার ভয়াবহতার সম্মুখীন যারা হয়নি তারা আসোলে অনুভব করতে পারবেনা এর ভয়াবহতা সেজন্য মাস্ক ই প্রধান প্রতিশেধক। সবাইকে জনসমাগমমূলক স্থান গুলোতে অবশ্যই মাস্ক পরার জন্য বলেন বেটার ফিউচার বাংলাদেশের সদস্য তৌফিক আহমেদ । তিনি আরো বলেন ধুলোবালিজনিত রোগ থেকে রক্ষা পেতেও মাস্ক পরা বেশি জরুরি৷ প্রত্যেক যানবাহনচালক কে এবং পথচারীদের মাইকিং এর মাধ্যমে মাস্ক পরার জন্য বলা হয় এবং যাদের নিকট মাস্ক ছিল না৷ তাদের মাস্ক বিতরণ করা হয়৷

এ সময় উপস্থিত ছিলেন- কান্নেক্টস দ্যা ডট এর উদ্যোক্তা ও সিইও তানভীর শাহরিয়ার রিমন, টুরিস্ট পুলিশের ডিআইজি মোসলেম উদ্দিন, স্বেচ্ছাসেবক কর্মী ও সমন্বয়কারী ফয়সাল কাশিম প্রমুখ।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ