সকল সংবাদচট্টগ্রাম

সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’ কর্মসূচির উদ্ধোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর  ট্রাফিক বিভাগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টিতে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার ‘ কর্মসূচির উদ্ধোধন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর,  পিপিএম মহোদয়।এসময় তিনি নগরীর গণপরিবহনে যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

উক্ত কর্মসূচির আওতায় আজ ০২ ডিসেম্বর ১২ ঘটিকায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে নগরীর পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে 'নো মাস্ক নো প্যাসেঞ্জার' কর্মসূচির উদ্ধোধন
সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার ‘ কর্মসূচির উদ্ধোধন

সভায় সিএমপি কমিশনার জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে যাতায়াতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, যথাযথ সামাজিক দুরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, অসুস্থ অবস্থায় ভ্রমণে নিরুৎসাহিত করা ইত্যাদি পদক্ষেপ নেওয়ার ব্যপারে গুরুত্বারোপ করেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও গণপরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি/বে অব বেঙ্গল নিউজ/ Bay of bengal news/বিবিএন।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ