সকল সংবাদ

মঙ্গলবার সকল ব্যাংক বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের আগের দিন মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত সকল ব্যাংক খোলা থাকবে।
মঙ্গলবার সকল ব্যাংক বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে
মঙ্গলবার সকল ব্যাংক বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে

সোমবার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. সিরাজুল ইসলাম বলেন, বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশের সবব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্যাংকে প্রচুর ভিড় হতে পারে। এ কারণে এদিন সকাল ১০টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকের সকল লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী বাকি সকল কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকার ঘোষিত লকডাউনের ৭ দিন সকল ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু এটিএম বুথ থেকে দিনে এক লক্ষ টাকা পর্যন্ত নগদ টকা উত্তোলন করা যাবে। এর আগে বেশিরভাগ ব্যাংকে এটিএম কার্ড দিয়ে প্রতিদিন ৫০ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ টাকা উত্তোলন করা যেতো।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ