জাতীয়সকল সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

শনিবার (২৯আগস্ট) জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন ড. মোমেন। পরে সকলে জাতির পিতার সমাধিস্থল পরিদর্শন করেন। জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্মশতবার্ষিকী সেল কর্তৃক আয়োজিত এ শ্রদ্ধা নিবেদনের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা থেকে বাসযোগে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

বিবিএন

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *