চট্টগ্রাম

ফুটপাতে পড়ে থাকা নবজাতক কান্না করছিল || ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার করে পুলিশ

চট্টগ্রাম নগরের ফুটপাতে পড়ে থাকা এক নবজাতকের কান্নার করার শব্দ শুনে ৯৯৯ এ পেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
ফুটপাতে পড়ে থাকা নবজাতক কান্না করছিল || ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার করে পুলিশ
ফুটপাতে পড়ে থাকা নবজাতক কান্না করছিল || ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার করে পুলিশ

শুক্রবার (২৩ এপ্রিল) গভীর রাতে নগরের চকবাজার থানার ওয়াসা মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা আল আমিন রাত ১ টার দিকে বাসার নিচে হইচই শুনে বের হয়ে বাসার সামনে একটি নবজাতকের কান্না করার শব্দ শুনতে পান। ফুটফুটে বাচ্চাটিকে দেখে তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবার হটলাইন ৯৯৯ এ ফোন দেন।

এরপর সেখান থেকে তথ্য পেয়ে চকবাজার থানা পুলিশ গিয়ে নবজাতককে উদ্ধার করে।

সদ্যোজাত শিশুটি মুমূর্ষু অবস্থায় ছিল। বেশ কয়েকবার বমিও করেছে। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটি আশঙ্কামুক্ত। তার সার্বিক পরিচর্যার জন্য সার্বক্ষণিক পুলিশ সদস্য রাখা হয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত তার দেখভালের দায়িত্ব পালন করবে পুলিশ।

আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কারা কন্যা সন্তানটিকে ফেলে গেছে, সেটা বের করার চেষ্টা করা হবে। 

নবজাতকটির প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে আদালতের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ