চট্টগ্রামসকল সংবাদ

পাহাড়ে ভাল্লুকের কামড়ে জুম চাষি গুরুতর আহত

বান্দরবানে ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে তংতং ম্রো (৩৫) নামে এক জুম চাষি গুরুতর আহত হয়েছেন। বাড়ির পাশে জুমে কাজ করার সময় গহীণ পাহাড় থেকে নেমে আসা বন্য ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হন তিনি।
পাহাড়ে ভাল্লুকের কামড়ে জুম চাষি গুরুতর আহত
পাহাড়ে ভাল্লুকের কামড়ে জুম চাষি গুরুতর আহত

মঙ্গলবার (২০ এপিল) সন্ধ্যায় বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু পাড়ায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির পাশে জুমে কাজ করার সময় গহীণ পাহাড় থেকে একটি বন্য ভাল্লুক এসে তংতংকে কামড় দিয়ে গুরুতর আহত করে।

পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারের সিদ্ধান্ত নেন চিকিসকরা।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আর এম ও) ডা. নয়ন কান্তি দাশ জানান, ভাল্লুকে কামড়ানো আহত রোগীকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হচ্ছে।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ