সকল সংবাদ

শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম আটক

রাষ্ট্রবিরোধী-উস্কানিমূলক বার্তা এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার দায়ে “শিশু বক্তা” হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে র‍্যাব আটক করেছেন।
শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম আটক
শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম আটক

আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‍্যাবের এলিট ফোর্সটি।
র‌্যাবের আইন-গণমাধ্যম শাখার পরিচালক, কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, “রফিকুল ইসলাম মাদানী বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী-উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। সম্প্রতি তার উস্কানিমূলক অনেক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই অভিযোগেই তাকে আটক করা হয়েছে।”

সকাল থেকেই হেফাজতে ইসলামের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে অভিযোগ করেন, রফিকুল ইসলাম মাদানীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুম করে নিয়ে গেছে। তার মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির ঘোষণাও দেইয় নেতাকর্মীরা।

এর আগে শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রয়েল রিসোর্টে একজন নারীসহ অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। যদিও পরে মামুনুল ঐ নারীকে পুরে আত্র দ্বিতীয় স্ত্রী দাবি করেন।
এসময় ফেইসবুক লাইভে এসে রফিকুল ইসলাম মাদানীকে কঠোর ভাষায় সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল।
এছাড়া গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন রাষ্ট্রবিরোধী উস্কানি-বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে শিশু বক্তা খ্যাত মাদানীর বিরুদ্ধে।

bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ