আন্তর্জাতিক

করোনা আক্রান্ত রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনা পজিটিভ। তিনি টুইটারে জানিয়েছিলেন যে, তাঁর কিছু কিছু রোগলক্ষণ দেখা দিচ্ছে।

প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী কেরল ও তামিলনাড়ুতে ব্যাপক আকারে ভোটপ্রচার করেছিলেন। যদিও পশ্চিমবঙ্গে তিনি মাত্র দু’টি ভোটপ্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবং ক’দিন আগে রাহুল নিজেই জানিয়ে দিয়েছিলেন, কোভিড পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ায় তিনি নিজে থেকেই ভোটপ্রচারে ইতি টানছেন।

আজ মঙ্গলবার রাহুল করোনা পজিটিভ হলেন। একটি টুইটে তিনি জানান, কিছু mild symptoms ( মৃদু লক্ষণ ) দেখা দেওয়ার পরেই তিনি পরীক্ষা করান এবং তাঁর COVID ( করোনা ) রিপোর্ট positive ( পজিটিভ ) আসে। 

যাঁরা যাঁরা এর মধ্যে তাঁর সরাসরি সংস্পর্শে এসেছেন তাঁদের রাহুল সমস্ত কোভিড প্রোটোকল মেনে চলতে অনুরোধ করেছেন।

BAY OF BENGAL NEWS / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ