সকল সংবাদরাজনীতি

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম বিজয়ী…

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম বিজয়ী...
ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম বিজয়ী

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম ১৮৭টি কেন্দ্রে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এই আসনে প্রার্থী ছিলেন পাঁচজন।উপনির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ৭১ জন।ভোট দিয়েছেন ৪৯ হাজার ১৪১ জন। ভোট পড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ।

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম ১৮৭টি কেন্দ্রে পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট।বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ২ হাজার ৯২৬ ভোট।জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর লাঙল প্রতীকে ৪১৩টি ভোট পেয়েছেন। ন্যাশনাল পিপলস পার্টি /এনপিপি প্রার্থী মো. আরিফুর রহমান আম প্রতীকে ১১১টি ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আনছার রহমান শিকদার ডাব প্রতীকে ৪৯টি ভোট পেয়েছেন।

এইদিকে, গতকাল সন্ধ্যায় ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে,ঢাকা-৫ আসনে উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং ফলাফল বর্জন করে পুননির্বাচনের দাবি জানিয়েছেন ।
এছাড়া, ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে ১৮ ই অক্টোবর দুপুর দুই ঘটিকায় উক্ত নির্বাচনী এলাকায় মানববন্ধন কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন বিএনপি  প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে, ‘উপনির্বাচন সুষ্ঠু হয়েছে। কোন অনিয়মের অভিযোগ পাইনি।’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ