চট্টগ্রামজাতীয়বিনোদনসকল সংবাদ

রাজধানীতে বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধে জয়ার আইনিপদক্ষেপ

রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন অভিনেত্রী জয়া আহসান।

রাজধানীতে বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধে জয়ার আইনিপদক্ষেপ
চিত্রঃ জয়া আহসান। (সংগৃহীত)

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জয়া আহসান এবং দুটি প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে এ রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনে ডিএসসিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ধারা-৭ অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনো প্রাণীকে অপসারণ, স্থানান্তরিত ও ফেলে দেওয়া যাবে না। 

কিন্তু অভিযোগ এসেছে, ডিএসসিসির মৌখিক আদেশে টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইল ফেলে দেওয়া হয়েছে।যা সম্পূর্ণ আইন বিরোধী।

প্রসঙ্গত, সম্প্রতি লকডাউনের সময় নিজ হাতে রান্না করে ক্ষুধার্ত পথ কুকুরদের খাইয়েছেন জয়া আহসান। মানে, পশু-প্রাণীদের প্রতি জয়ার উদারতার বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত।

ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *