চট্টগ্রাম

এবার জমি দখলের অভিযোগ সাবেক মন্ত্রীপুত্রের বিরুদ্ধে

বাংলাদেশ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
এবার জমি দখলের অভিযোগ সাবেক মন্ত্রীপুত্রের বিরুদ্ধে
এবার জমি দখলের অভিযোগ সাবেক মন্ত্রীপুত্রের বিরুদ্ধে

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে পরিবারটি।

এসময় মোছা. আকলিমা নামে এক ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘আমাদের ক্রয়কৃত জমিতে আমরা মাটি ভরাট করতে গেলে বিএসসি র পুত্র মুজিব ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি জমিটি দখলের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি আমাদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন পত্র-পত্রিকায় মানহানিকর সংবাদ প্রচার করতে থাকেন।’

আকলিমা বলেন, ‘এ বছরের মার্চে মুজিব সদলবলে আমার জায়গা দখল করতে আসেন। এ ঘটনায় আমরা চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি। এরপর মুজিব আমার জমিটি নিয়ে একটি জাল দলিলও তৈরি করে।

পরবর্তীতে আমরা এই দলিল বাতিলের জন্য আদালতে আবেদন করি। মুজিবের মামলা ও ভয়ভীতিতে আমাদের পরিবার আজ পুরুষশূন্য। আমরা কয়েকজন নারী আজকে তার বিচারের দাবিতে এখানে এসেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বিচার চাই।’

এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আরও উপস্থিত ছিলেন কানিছ ফাতেমা ইতি, শাহনাজ বেগম, নাইমা আক্তার ও জহুরা বেগমসহ বেশ কয়েকজন নারী।

পুলিশের কাছে জানা গেছে, এ ঘটনায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে।

এক পক্ষ সাবেক মন্ত্রীপুত্র মুজিবুর রহমানের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে ২০ এপ্রিল দুপুর ১টা ২০ মিনিটের দিকে একটি মামলা দায়ের করে।আবার ঠিক এর ৫ মিনিট পরে মুজিবের পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি পাল্টা মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আমাদের জানান, ‘গত ২০ এপ্রিল থানায় দুটি পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করছে। এসব মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

তবে বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে যাচ্ছে।সুষ্ঠু ও নিরপেক্ষ চুড়ান্ত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে।’

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ