বিনোদনসকল সংবাদ

চিরতরে বন্ধ হয়ে গেল – বসুন্ধরা সিটি শপিং মলের – স্টার সিনেপ্লেক্স

ঢাকাঃ ঢাকার সবচেয়ে জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিংমলের শাখাটি চিরতরে বন্ধ হয়ে গেছে। বড় পর্দায় দেশ বিদেশের সিনেমা দেখতে সেখানে ভিড় জমাতেন শহুরে তরুণ তরুণীরা। কিন্তু তা আর হবে না।

চিরতরে বন্ধ হয়ে গেল - বসুন্ধরা সিটি শপিং মলের - স্টার সিনেপ্লেক্স
ছবিঃ বন্ধ বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিষয়টি বেদনাদায়ক হলেও এটা সত্য। বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। বসুন্ধরা সিটি শপিংমল কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তবে আমাদের অন্য সবগুলো শাখা (ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাউয়ার) চালু থাকবে।’

তিনি আরও বলেন, ‘বসুন্ধরা সিটি দিয়েই আমরা যাত্রা শুরু করেছিলাম। ১৮ বছর কেটেছে এখানে। দেশ-বিদেশের অনেক বড় বড় তারকা, গুণিজন এখানে এসেছেন। চলচ্চিত্র সাংবাদিকরা এই আঙিনাটি সবসময় মুখরিত করে রাখতেন। দেশের মানুষ সিনেপ্লেক্স বলতেই এই শপিংমলের স্টার সিনেপ্লেক্সকেই বুঝতো। এমন একটি ভালোবাসার ঠিকানা বদলে ফেলা আমাদের জন্যও খুব কষ্টের এবং আবেগের। কিন্তু কিছু তো করার নেই।’

মেজবাহ উদ্দিন আহমেদ আরো বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি মার্কেট কর্তৃপক্ষ থেকে সম্প্রতি চিঠি পেয়েছি ছেড়ে দেওয়ার জন্য। তাও মাসখানেক হবে। চুক্তি অনুযায়ী তারা আমাদেরকে দুই মাস আগেই জানিয়েছে। তারা আমাদেরকে আর তাদের জায়গা ভাড়া দিবে না। তাই অক্টোবর মাস থেকে আমরা আমাদের বসুন্ধরা শাখাটি বন্ধ করে দিচ্ছি।’

বসুন্ধরা কর্তৃপক্ষ ঐ জায়গায়, নতুন কোন সিনেমা হলও করছে না বলে জানিয়েছেন মেজবাহ। তিনি বলেন, ‘যত দূর জানি তারা সেখানে নতুন করে দোকান ভাড়া দিবে। কোন সিনেমা হল তারা করবে না।’

পুজা বিশ্বাস / বে অব বেঙ্গল নিউজ / স্টাফ রিপোর্টার

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *