চট্টগ্রামসকল সংবাদ

চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা, ভোক্তা অধিদপ্তরের অভিযান…

চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা, ভোক্তা অধিদপ্তরের অভিযান...
চিত্রঃ চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সারাদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপিয়া সুলতানা লিজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে পণ্যের তারিখে ঘষামাজা করায় আগ্রাবাদের বাদামতল মো‌ড়ের সিঙ্গাপুর ব‌্যাংকক মা‌র্কেটের আ‌রিফ ডিপার্টমেন্টাল স্টোর‌কে ৬০ হাজার টাকা, মেয়া‌দোত্তীর্ণ পণ‌্য ও নকল চে‌রি বিক্রি করায় পৌ‌ষি ডিপার্টমেন্টাল স্টোর‌কে ১০ হাজার টাকা, কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় লেবেল ছাড়া কেক, চানাচুর, বিস্কুট ও দই বিক্রি করায় জগন্নাথ মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা, মূল‌্য তা‌লিকা না থাকায় ডবলমুরিং থানার সি‌ডিএ কর্ণফুলী মার্কেটের মিরসরাই ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সংগতিপূর্ণ কারণে বাগদাদ স্টোর‌কে ৩ হাজার টাকা, ইমন ট্রেডার্সকে ৩ হাজার টাকা, জা‌কির হো‌সে‌নের সব‌জির দোকান‌কে ৩ হাজার টাকা, খাজা গরী‌বে নেওয়াজ স্টোর‌কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য অভিযানে পণ্যের তারিখ ঘষামাজাকৃত পণ্য, নকল চেরি, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও অননুমোদিত রং ধ্বংস করা হয়।

ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *