সারাদেশ

ইয়াবা নিয়ে কারাগারে ঢোকার সময় কারারক্ষী পিন্টু আটক

ইয়াবা নিয়ে কারাগারে ঢোকার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারারক্ষী পিন্টুকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
ইয়াবা নিয়ে কারাগারে ঢোকার সময় কারারক্ষী পিন্টু আটক
ইয়াবা নিয়ে কারাগারে ঢোকার সময় কারারক্ষী পিন্টু আটক
আটক কারারক্ষী পিন্টু মিয়া (২৮) ঢাকার ধামরাই থানার ঘারাইল এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে।

তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কর্তব্যরত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কাশিমপুর কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে কারারক্ষী পিন্টুকে আটক করা হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, রাত পৌনে ৮ টার দিকে কারারক্ষী পিন্টু মিয়া কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ঢুকছিলেন।

এই সময় সেখানে দায়িত্বরত কারারক্ষী আতিকুর রহমানের কাছে তার আচরণ সন্দেহ হলে পিন্টুর দেহ তল্লাশি করেন এবং তার সঙ্গে রাখা ৩২৮ টি ইয়াবা ট্যাবলেট পান। পরে বিষয়টি তিনি কারাকর্তৃপক্ষকে জানান।

এসময় তার কাছে থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী পিন্টু মিয়াকে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলার রীতেশ চাকমা আরো জানান, তিন বছর ধরে এই কারাগারে কারারক্ষী পদে চাকরি করছেন পিন্টু মিয়া। এর আগে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ছিলেন পিন্টু।

“হাইসিকিউরিটি কারাগারে থাকাকালেও গাঁজা সরবরাহের অভিযোগে পিন্টু মিয়া একবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন।”

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কারারক্ষী পিন্টু মিয়াকে ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ।

পরে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

আগামীকাল কারারক্ষী পিন্টু মিয়াকে আদালতে পাঠানো হবে।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ