কবিতা ও সাহিত্যসকল সংবাদ

আসল ‘দুই তীরের বায়োস্কোপ’

ছোট বেলায় “ওপেনটি বায়োস্কোপ”, “উবুদুবু” কিংবা “এক্কাদোক্কা” খেলাগুলো কম বেশি আমরা সবাই খেলেছি।

গ্রাম বাংলার এই খেলাগুলো হারিয়ে গিয়েছে আজ। যেগুলো ছিল আমাদের সংস্কৃতির একটি বিরাট অংশ জুড়ে।
আর এই খেলাগুলোর মতোই হারিয়ে গিয়েছে ফেনী নদীর দুই তীরের মানুষদের সংস্কৃতি।এক সময়ের যৌবনা ফেনী নদীকে বর্তমানে বলা হয় মরা গাঙ ।

১৯৭১ সালে পাকিস্হানি হানাদারদের তান্ডবে ধ্বংস হয়েছিল ফেনী নদীর দুই তীরের বেশ কিছু হিন্দু বাড়ি।আবার কেউবা দেশ ছেড়ে পালিয়েছে।তাদের সাথে হারিয়ে গিয়েছে এই দুই তীরের হিন্দু বাড়িগুলোর বেশ কিছু পূজা-পার্বণ যেগুলো ছিল দুই তীরের মানুষদের সম্প্রীতির অন্যতম মাধ্যম।

আসল ‘দুই তীরের বায়োস্কোপ’

ফেনী নদীর দুই তীরের তৎকালীন সময়ের হিন্দু বাড়িগুলোর সংস্কৃতি,গ্রামীণ মানুষদের লৌকিক বিশ্বাসসমূহ এবং তাদের চর্চিত বিভিন্ন আচরানুষ্ঠান অবলম্বনে তরুণ লেখক আকাশ মজুমদার রচিত উপন্যাস “দুই তীরের বায়োস্কোপ”

চট্টগ্রামে একমাত্র “বইওয়ালা”র কাছে পাচ্ছেন বইটি।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *