চট্টগ্রাম

তিন মামলায় হেফাজত নেতা হারুন ইজহার কারাগারে

সম্প্রতি হাটহাজারী মডেল থানায় সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের তিন মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে (৪৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।
হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতা হারুন ইজাহার গ্রেফতার
হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতা হারুন ইজাহার গ্রেফতার
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, হাটহাজারীর ৩ মামলায় হারুন ইজহারকে গ্রেফতার দেখানো হয়েছে। কোনো রিমান্ড আবেদন ছিল না।

হয়তো পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।  

বুধবার রাত ১২টায় র‍্যাব -৭ এর সদস্যরা নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে।
তিন মামলায় হেফাজত নেতা হারুন ইজহার কারাগারে
তিন মামলায় হেফাজত নেতা হারুন ইজহার কারাগারে
২০১৩ সালের ৭ অক্টোবর গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছিল মুফতি ইজহার ও মুফতি হারুন ইজহার পরিচালিত চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায়।

ওই বিস্ফোরণের ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান।

ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড এবং ১৮ বোতেল এসিড উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন মুফতি হারুন ইজহার।
হারুন ইজহার
হারুন ইজহার
এ ঘটনায় তিনটি ও হেফাজতের নাশকতার ৮ মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে হারুন ইজহারের বিরুদ্ধে।
এ ছাড়া ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লংমার্চের সময় সংঘর্ষ ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার আসামি হেফাজত নেতা হারুন ইজহার।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ