সকল সংবাদআন্তর্জাতিকবিনোদন

কঙ্গনাকে ক্ষতিপূরণ দিতে মুম্বাই পৌরসভাকে নির্দেশ হাইকোর্টের

কঙ্গনাকে ক্ষতিপূরণ দিতে মুম্বাই পৌরসভাকে নির্দেশ দিলেন হাইকোর্ট।

মুম্বাই পৌরসভার বিরুদ্ধে স্বমহিমায় জয় পেলেন বলিউডের ‘কুইন’। শুক্রবার (২৭ নভেম্বর) বম্বে হাইকোর্ট রায় দেন, কঙ্গনা রনৌতের অফিস উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভেঙেছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)।

কঙ্গনাকে ক্ষতিপূরণ দিতে মুম্বাই পৌরসভাকে নির্দেশ হাইকোর্টের
কঙ্গনাকে ক্ষতিপূরণ দিতে মুম্বাই পৌরসভাকে নির্দেশ হাইকোর্টের

উচ্চ আদালতের রায়ে বড় জয় পেলেন কঙ্গনা রনৌত। মুম্বাইয়ে অভিনেত্রীর পালি হিলের অফিস ভেঙে দেওয়ার জন্য বিএমসিকে চূড়ান্ত ভর্ৎসনা করেছেন আদালত।একইসঙ্গে কঙ্গনাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন আদালত।

নাগরিক অধিকারের বিরুদ্ধে অন্যায়ভাবে এই কাজ করেছে বিএমসি।আইনের চোখে তা বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়। এমনটাই জানালেন বিচারপতি এস জি কাঠাওয়াল্লা এবং আর আই চাগলার ডিভিশন বেঞ্চ।

কোনও নাগরিকের উপর প্রশাসনের পেশি শক্তির আস্ফালন আদালত সমর্থন করে না বলেও জানিয়ে দেওয়া হয়।

কঙ্গনাকেও নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন আদালত। পাশাপাশি সমস্ত ক্ষতিপূরণও পাবেন কঙ্গনা। হাইকোর্টের নির্দেশকে কঙ্গনার অনেক বড় একটি জয় হিসেবেই দেখা হচ্ছে।‘তোমরা ভিলেন হয়েছ বলেই আমি হিরো হতে পেরেছি’, যোগ করেন কঙ্গনা।

মো ইমাম হোসেন আসিফ
স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ/Bay of bengal news/ বিবিএন।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ