সকল সংবাদজাতীয়

সৌদি আরবের সহায়তায় ৮ বিভাগে ৮টি আইকনিক মসজিদ নির্মাণ করা হবে

সৌদি আরবের সহায়তায় ৮ বিভাগে ৮টি আইকনিক মসজিদ নির্মাণ করা হবে
সৌদি আরবের সহায়তায় ৮ বিভাগে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ৮টি আইকনিক মসজিদ নির্মাণ করা হবে

সৌদি আরবের সহায়তায় দেশের ৮টি বিভাগে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ৮টি আইকনিক মসজিদ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে এ ব্যাপারে কথা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। শেখ হাসিনার বরাত দিয়ে তিনি জানান, সৌদি আরবের সহায়তায় দেশব্যাপী উপজেলা পর্যায়ে ৫৬০টি মসজিদ-কাম-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও নির্মাণাধীন আছে। পাশাপাশি ৮টি বিভাগে আধুনিক সুবিধাসম্পন্ন ৮টি আইকনিক মসজিদ নির্মাণ করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী সৌদির সহায়তায় বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নির্মাণের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশিদের হৃদয়ে সৌদি আরবের জন্য সব সময় বিশেষ স্থান আছে।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি খাতে প্রাধান্য দিয়েছে। প্রয়োজনে সৌদি আরবেও বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক পাঠানো হতে পারে। ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যকার সম্পর্ককে বাংলাদেশ সব সময় মূল্য দেয়।

এসি/বে অব বেঙ্গল নিউজ/Bay of bengal news/বিবিএন/স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ