সকল সংবাদ

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আর নেই

করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। তিনি মারা গেছেন।
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আর নেই

বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে সাবেক আইনমন্ত্রীর সহকারী আইনজীবী ও বোনের ছেলে তাসলিম আহমেদ খান গণমাধ্যমকে জানান, বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।

তিনি গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্যে নমুনা দিয়ে আসেন। ১৬ মার্চ সকালেই তার রিপোর্টে করোনা পজিটিভ আসলে ওইদিনই সাবেক মন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

গত ২৮ মার্চ রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপরে গত ১ এপ্রিল করোনা পরীক্ষায় নেগেটিভ আসে মতিন খসরুর। ফলে এরপরে গত ৩ এপ্রিল অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে আইসিইউ থেকে সিএমএইচের সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।

কিন্তু ৬ এপ্রিল সকালে সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে তাকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়। তিনি মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে সাবেক মন্ত্রী মতিন খসরুর বয়স ছিল ৭১ বছর। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক।

এদিকে সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মতিন খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোক প্রকাশ করেছেন।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ