জাতীয়সকল সংবাদ

সিনহা হত্যা মামলায় আইনজীবীর দাবী, বিচার প্রক্রিয়ায় মানা হচ্ছেনা আইনের ২০৫ ডি সেকশন

সিনহা হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় আইনের ২০৫ ডি সেকশনকে মানা হচ্ছেনা যার ফলে সুষ্ঠু বিচারে ঘাটতি থাকতে পারে বলে ধারণা আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মাসুদ সালাহ উদ্দিনের।

সিনহা হত্যা মামলায় আইনজীবীর দাবী, বিচার প্রক্রিয়ায় মানা হচ্ছেনা আইনের ২০৫ ডি সেকশন
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। (প্রতীকী চিত্র)

অবসর প্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের বিষয়ে তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ বলে দাবী করে আদালতের রিভিশন আবেদন করেছেন আসামী পক্ষের আইনজীবী।

৪ অক্টোবর (রোববার) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে এই আবেদনটি করেন আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মাসুদ সালাহ উদ্দিন তার আবেদনে উল্লেখ করেছেন, মেজর সিনহার বোনের দায়েরকৃত হত্যা মামলাটি পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ না করে। যার দরুন সিনহা হত্যার কান্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়ভাবে পরিচালিত হবে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে বলেও জানান তিনি।
তিনি উক্ত আবদনে উল্লেখ করেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে ২০৫ ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন।

উল্লেখ্য সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামী পক্ষের রিভিশন আবেদনের শুনানি ২০ অক্টোবর ধার্য্য করা হয়েছে বলে জানা যায়।

ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ