জাতীয়সকল সংবাদ

১২দিনে টেকনাফ থানার,৩দিনে কক্সবাজার থানার সদ্য নিয়োগ পাওয়া ওসি প্রত্যাহার…

গত ৩১ জুলাই পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় ৬ আগস্ট থানার ওসি প্রদীপ কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়। ৮ আগস্ট সকালে টেকনাফ থানায় ওসি হিসেবে যোগ দেন পুলিশ পরিদর্শক মো. আবুল ফয়সাল। এর আগে তিনি কুমিল্লার চান্দিনা থানার ওসি ছিলেন।
আর মাত্র তিন দিন আগে কক্সবাজার সদর মডেল থানায় ওসি হিসেবে যোগ দেন পুলিশ পরিদর্শক মো. খায়েরুজ্জামান। এর আগে তিনি এই থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন।

যোগদানের মাত্র কয়েক দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানা ও টেকনাফ মডেল থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় টেকনাফ মডেল থানার ওসি মো. আবুল ফয়সলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।

১২দিনে টেকনাফ থানার,৩দিনে কক্সবাজার থানার সদ্য নিয়োগ পাওয়া ওসি প্রত্যাহার...

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, অযোগ্যতার কারণে সম্ভবত দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। বদলির কাগজপত্র পৌঁছালে কারণ জানা যাবে।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *