উপজেলা

১১ এপ্রিল | সব নির্বাচন স্থগিত

দেশে করোনভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য সকল নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) ৭৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, করোনা পরিস্থিতির কারণে ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষীপুর ২ আসনসহ সব নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে কমিশন। এতে চারটি বিষয় উপস্থাপন করা হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১১ এপ্রিল ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণের দিন ধার্য ছিল। করোনার কারণে এগুলো স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এছাড়া, ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনও স্থগিত ঘোষণা করা হয়েছে।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ