জাতীয়সকল সংবাদস্বাস্থ্য

স্বাস্থ্যবিধি না মানলে জেলা প্রশাসন আরও কঠোর আইন প্রয়োগে বাধ্য হবেঃ কক্সবাজার জেলা প্রশাসন

স্বাস্থ্যবিধি না মানলে জেলা প্রশাসন আরও কঠোর আইন প্রয়োগে বাধ্য হবেঃ কক্সবাজার জেলা প্রশাসন
স্বাস্থ্যবিধি না মানলে জেলা প্রশাসন আরও কঠোর আইন প্রয়োগে বাধ্য হবেঃ কক্সবাজার জেলা প্রশাসন

করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ প্রতিরোধে আজ জেলা প্রশাসন, কক্সবাজার এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সমগ্র জেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধির প্রতিপালন নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

কক্সবাজার পৌরসভাস্থ কলাতলী বীচ এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইমরান জাহিদ খান ১৭ টি মামলায় মোট ২,৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। সুগন্ধা বীচে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মুরাদ ইসলাম মাস্ক না পরার দায়ে ০৭ জনকে মোট ১,৯০০ টাকা জরিমানা করেন। সৈকতের লাবনী পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া সুলতানা। তিনি ১৮ টি মামলায় মোট ১,৮২০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পৌরসভার বাইরে বিভিন্ন উপজেলায়ও একযোগে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট।

চকরিয়া উপজেলায় ১৩ টি মামলায় ১,৯০০ টাকা, কুতুবদিয়া উপজেলায় ৩১ জনকে ২৪৩০ টাকা এবং মহেশখালী উপজেলায় ১৬ জনকে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৪,১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালে দণ্ড প্রদানের পাশাপাশি স্বল্প সামর্থ্যের ব্যক্তিদের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরণ এবং মাস্কবিহীন চলাচলকারী সকলকে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যবিধি না মানলে জেলা প্রশাসন আরও কঠোর আইন প্রয়োগে বাধ্য হবে।

মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন, বার বার হাত পরিস্কার রাখুন.. সুস্থ থাকুন।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ